নিজস্ব প্রতিনিধি ::সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহত্তম জনসভা। সেখানে নির্বাচনী বক্তব্য দিচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের এক পর্যায়ে তিনি সদ্য পবিত্র ওমরাহ পালন করে ফিরে আসা ব্যক্তিদের হাত তুলতে আহ্বান জানান। উপস্থিত জনতার মধ্য থেকে অনেকেই সাড়া দিলেও তারেক রহমানের দৃষ্টি গিয়ে পড়ে ভাটি বাংলার এক যুবক—সুনামগঞ্জের শাল্লা থানার এটিএম হেলালের ওপর। তিনি হেলালকে মঞ্চে ডেকে নেন।
হাজারো মানুষের ভিড়ে প্রধান অতিথির ডাক পেয়ে আবেগাপ্লুত হেলাল মঞ্চে উঠে তারেক রহমানের সঙ্গে করমর্দন করেন এবং কয়েকটি প্রশ্নের জবাব দেন। প্রশ্নগুলোর মধ্যে ছিল—তিনি ওমরাহ করেছেন কি না, কাবা শরিফের মালিক কে এবং বেহেশত ও দোজখের মালিক কে। প্রশ্নোত্তর পর্ব শেষে হেলাল নিজ স্থানে ফিরে যান।
এরপর তারেক রহমান দেশের একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমানে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যারা সহজ-সরল ধর্মপ্রাণ মানুষের কাছে গিয়ে বেহেশতের টিকিট বিক্রির মতো প্রতারণা করছে। আল্লাহ ছাড়া কেউ বেহেশত বা দোজখ দেওয়ার ক্ষমতা রাখে না। এ ধরনের বক্তব্য শিরকের শামিল।
তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই ভোটের বিনিময়ে বেহেশতের প্রলোভন দেখায়, তারা ক্ষমতায় গেলে কী করতে পারে—তা সহজেই অনুমেয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তার বক্তব্যের পর উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সমর্থন জানান।
সব মিলিয়ে বৃহস্পতিবারের আলিয়া মাদরাসা মাঠের জনসভা ঘিরে সুনামগঞ্জের যুবক এটিএম হেলাল ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একই সঙ্গে সমালোচনার মুখে পড়ে দেশের একটি বিশেষ রাজনৈতিক দল।
মন্তব্য করুন