টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত হাতির

নিজস্ব প্রতিবেদক::
সিলেটে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাতিটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান এবং হাতিটির চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার পর হাতিটিকে তার মালিকের জিম্মায় দেওয়া হয়েছিল। তবে গুরুতর আহত হওয়ায় হাতিটিকে ঘটনাস্থল থেকে অন্যত্র সরানো সম্ভব হয়নি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে প্রাণীটির মৃত্যু হয়।
একই তথ্য নিশ্চিত করে অধ্যাপক সুলতান আহমদ বলেন, ট্রেনের ধাক্কায় খাদে পড়ে হাতিটির মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। এতে হাতিটির পেছনের অংশ সম্পূর্ণ অসাড় হয়ে যায়। ফলে প্রাণীটিকে দাঁড় করানো বা অন্যত্র স্থানান্তর করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তা দেওয়া হচ্ছিল। এমনকি ঢাকা থেকে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঘটনাস্থলে এসে চিকিৎসা ও পরিস্থিতি পর্যালোচনা করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাতিটি মারা যায়।
হাতিটির চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, দীর্ঘ সময় একই স্থানে পড়ে থাকার কারণে প্রাণীটির পেট ফুলে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
উল্লেখ্য, গত শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সিলেট নগরের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়ে রেললাইন-সংলগ্ন একটি খাদে পড়ে যায়। এ ঘটনায় হাতিটির মাহুতও আহত হন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটিকে খাদ থেকে উদ্ধার করে ডাঙায় তোলা হয়। এরপর থেকে প্রাণীটি ওই এলাকাতেই চিকিৎসাধীন অবস্থায় ছিল।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম। কয়েক দিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাতিটিকে সিলেটে আনা হয়েছিল। দুর্ঘটনার সময় মাহুত হাতিটিকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় হাতিটির পেছনের পায়ে গুরুতর আঘাত লাগে, ফলে সে খাদ থেকে উঠতে পারেনি।
হাতিটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বন্যপ্রাণী পরিবহন ও রেললাইন পারাপার নিয়ে নতুন করে নিরাপত্তা ও দায়িত্বশীলতার প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিস যেতে গিয়ে ভয়াবহ পরিণতি, সুনামগঞ্জের দুই যুবকের করুণ মৃ

1

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

2

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

5

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

6

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

7

ছাতকের পিয়াইন নদীতে অর্ধ কোটি টাকার মালামাল বাজেয়াপ্ত

8

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

9

ছাতকে হকারদের দখলে ফুটপাত,যানজটে নাকাল শহরবাসী

10

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

11

আটকের ১৪ ঘণ্টা পর জামিন পেলেন মাহদী হাসান

12

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

13

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

14

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

15

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

16

মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিয

17

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

18

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

19

হাজিরা দেননি এসআই আকবর

20