টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্বিনব্রিজের নিচে মাদকের স্বর্গরাজ্য, নীরব প্রশাসন

 নান্টু লালের সরকারি ঘরেই মাদক আস্তানা, ঝুঁকিতে     যুব সমাজ


স্টাফ রিপোর্টার :

দক্ষিণ সুরমার ক্বিনব্রিজের নীজে সুইপার কলোনীতে গড়ে উঠেছে মাদকের হাট। প্রতিদিন দিনে-রাতে এখানে মাদক বিক্রি করা হয়। নেশাখোড় তরুণেরা সুইপার কলোনীতে নান্টুর বাসায় গিয়ে প্রকাশ্যে মাদক কিনে আনছেন। অভিযোগ রয়েছে, রেলের কর্মচারী ও সুইপার কলোনীর নান্ট লাল নিজ বসত ঘরেই ইয়াবা, বাংলা মদ ও গাঁজা বিক্রি করছেন। তাকে অতীতেও পুলিশ আটক করেছে মাদকসহ। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকের মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নান্টু লাল ইদানীং বেপরোয়া মাদক ব্যবসা করছে। সে বলে বেড়াচ্ছে, দক্ষিণ সুরমা ফাঁড়ি পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করা আছে। তার এখানে মাদক কিনতে এলে কেউ ধরা পড়বে না। তাই প্রতিদিন সন্ধ্যায় নান্টু লালের বাসায় উঠতি যুবকেরা ইয়াবা, মদ ও গাঁজা কিনতে যায়। নান্টু কাস্টঘর থেকে মাদকের চালান এনে এখানে খুচরা বিক্রি করছেন। পুলিশ ও মাদক অধিদপ্তরের লোক এখানে কোনো অভিযান করছে না। সম্প্রতি নান্টুর বাসায় ইয়াবা কিনতে গিয়ে হাতেনাতে এক যুবককে আটক করেন স্থানীয় জনতা। এসময় সে জনতার কাছে স্বীকারোক্তি দিয়েছে, সে ইয়াবা নান্টু লালের কাছ থেকে কিনেছে। নান্টু লাল রেলের সুইপার হয়েও সে মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মাদকের মামলা থাকলেও রেলের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চাকরি আইন অনুসারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সে মাদকের টাকা দিয়ে পুলিশ ও রেলকে ম্যানেজ করেছে বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী মনে করেন, নান্টুকে আটক না করলে স্থানীয় ভার্থখলাসহ আশপাশ এলাকার স্কুল-কলেজ পড়ুয়া তরুণেরা মাদকে আসক্তির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত নান্টু লালের সুইপার কালোনীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সুশীল সচেতন এলাকাবাসী।

এদিকে, দক্ষিণ সুরমা যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদক ব্যবসার নিরাপদ স্বর্গরাজ্যে। সুইপার কলোনীর একটি সরকারি ঘরে গড়ে উঠেছে ইয়াবা, গাঁজা ও দেশীয় মদের রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, সরকারি ঘরে বসবাসকারী সুইপার নান্টু লাল ও তার সহযোগী রিপন প্রকাশ্যে এই অবৈধ মাদক বাণিজ্য পরিচালনা করছে। সরকারি এই ঘরটি এখন কার্যত একটি মাদক আস্তানায় রূপ নিয়েছে। দিনের আলো থেকে গভীর রাত—সব সময়ই সন্দেহজনক লোকজনের আনাগোনা, লেনদেন ও মাদক সেবনের দৃশ্য এলাকাবাসীর কাছে নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নান্টু লাল–রিপনের মাদক ব্যবসাকে কেন্দ্র করে মেতরপট্টি ও আশপাশের এলাকা কার্যত অপরাধপ্রবণ জোনে পরিণত হয়েছে। মাদক সহজলভ্য হওয়ায়—তরুণদের মধ্যে নেশাগ্রস্ততা ভয়াবহভাবে বেড়েছে, বাড়ছে চুরি, ছিনতাই ও ছোটখাটো সহিংসতা, ঘটছে অনাকাঙ্ক্ষিত ও রহস্যজনক ঘটনা, পরিবার ও সামাজিক বন্ধন ভেঙে পড়ছে। একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“আগে এই এলাকায় সন্ধ্যার পরও মানুষ চলাচল করত। এখন মাদকসেবী আর অপরিচিত লোকের ভয়ে কেউ বের হতে চায় না।” মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী— ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের সংরক্ষণ, বিক্রয়, পরিবহন ও সরবরাহ শাস্তিযোগ্য অপরাধ, এসব অপরাধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। সরকারি সম্পত্তি ব্যবহার করে মাদক ব্যবসা হলে তা অতিরিক্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা, আস্তানা সিলগালা ও সরকারি ঘর বাতিলের আইনগত সুযোগ রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার কদমতলী ফাঁড়ির ইনচার্জ এসআই আমির হোসেনকে অবহিত করা হয়েছে। কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান অভিযান বা ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগ, “পুলিশ জানে তবুও কোনো অভিযান হয় না। আমরা শুনছি—বখরার কারণেই নীরবতা।” যদিও এই অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও পুলিশের নিষ্ক্রিয়তা এলাকাবাসীর মধ্যে গভীর সন্দেহ ও ক্ষোভ তৈরি করেছে। এ বিষয়ে কদমতলী ফাঁড়ির ইনচার্জ এসআই আমির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাহার ববক্তব্য পাওয়া যায়নি। দক্ষিণ সুরমা থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পরও পুলিশের নীরবতা কি দায়িত্বহীনতা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? ধ্বংস হতে থাকা যুব সমাজের দায় কে নেবে? দক্ষিণ সুরমার সাধারণ মানুষ এখন প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্ত দাবি করছেন। নতুবা এই নীরবতাই একদিন পুরো এলাকাকে গ্রাস করবে—মাদকের অন্ধকারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

1

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

2

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত

3

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

4

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

5

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

6

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

7

ওসমান হাদি মারা গেছেন

8

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

9

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

10

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

11

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

12

ছাতকে ভাতিজার হাতে চাচা খুন

13

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

14

সাংবাদিক তাজিদুল ইসলামকে সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের সম্মানন

15

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

16

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

17

নির্বাচনি তফশিলের পর অনুমোদনহীন সমাবেশে কঠোর নিয়ন্ত্রণে যাবে

18

বালুচরে ফাহিম হত্যা মামলার আসামি সবুজ গ্রেফতার

19

হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

20