টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

দেশের জন্য, জুলাইয়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া মানুষটি আর সত্য উচ্চারণে জ্বলে উঠবেন না। আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ প্রজন্মের অমর নায়ক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

জুলাই স্পিরিট বাঁচিয়ে রাখতে হাদি শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছেন। যে লড়াইয়ের জন্য নিজের ১০ মাস বয়সি সন্তানের সঙ্গেও তার ঠিকঠাক মতো দেখা হতো না।  

বিভিন্ন প্লাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে আক্ষেপের কথা বলে গেছেন তিনি। বলে গেছেন- ‘আল্লাহ যদি আমাকে নিয়ে যান, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।'

হাদিকে গুলি করার পর সংবাদ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সব জায়গায় হাদির কিছু কিছু ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে। এর মধ্যে শহীদকে স্মরণ করছেন সবাই। এরই মধ্যে একটি ক্লিপসে কান্নারত হাদিকে বলতে শোনা যায়, ‘ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যান আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।'

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাটি বলেছিলেন ওসমান হাদি।

হাদি বলেছিলেন, ‘আমার বাচ্চাটারে তিন মাসে ত্রিশ মিনিটও আমি কোলে নিতে পারি নাই। আমার ওয়াইফ মাঝে মধ্যে মজা করে বাচ্চাকে বলে- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তোমার সঙ্গে দেখা করতে আসছে। আমার এই প্রথম মনে হইলো আমি আমার ভাইয়াকে বলি- ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন; কিন্তু এই কথাটা আমি আর বলতে পারি নাই।

আমার সারা জীবনের যেটুকু সততা, সাহস, লড়াই, এটার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি কিছু হলেও করতে পারি, সততার সাথে, আল্লাহ যদি আমারে রহম করেন, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাইবোন, আমার ইনকিলাব মঞ্চের ভাইবোন- এগুলোকে আল্লাহই দেখবেন। যেভাবে আল্লাহ এখন আমাদের দেখতেছেন, সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

1

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

ভিজিএফের ২৩৪বস্তা চাল মাটিচাপা দিল বড়লেখা পৌর কর্তৃপক্ষ

4

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

5

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

6

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণি

7

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

8

নবীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,

9

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে চিকি

10

সিলেটের আলোচিত পরিবহন শ্রমিক নেতা ফলিক ও রুনু কারাগারে

11

ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলে

12

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

13

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

14

সুনামগঞ্জে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

15

ওসমানী মেডিকেল এলাকায় রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ

16

সিলেটে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

17

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

18

প্রশ্ন করায় ক্ষিপ্ত সিসিক সিইও, সাংবাদিককে গালাগাল ও বের করে

19

জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

20