মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারে।
স্থানীয়দের জানান, ২২ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে বাজারের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে মিঠু মিয়ার ছটফটির দোকান, সালাম মিয়ার সিমেন্টের দোকান, সুজন মিয়ার ডেকোরেটার্সের দোকানসহ একটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ভয়াবহতায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরদিন ২৩ জানুয়ারি শুক্রবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এবং থানা পুলিশের সদস্যরা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মন্তব্য করুন