মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও উত্তরের মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া টুর্নামেন্টের খেলা রাত গভীর পর্যন্ত চলতে থাকে। রাত প্রায় ২টার দিকে মাঠে থাকা দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে তা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়।
ঘটনায় মোট পাঁচজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত সৈয়দ তাহমিদ আহমদ (২২) এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন সৈয়দ ছাইম আহমদ (১৫) ও হোসাইন আহমদ কামালী (২৫) সহ আরও কয়েকজন।
আহতদের পরিবার জানায়, হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরাজমান উত্তেজনা ফুটবলকে কেন্দ্র করে হঠাৎই সহিংসতায় রূপ নেয়।
এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
মন্তব্য করুন