নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আর নেই। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মালয়েশিয়ায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২১ বছর।
জানা গেছে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে কিছুদিন আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন দীপ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ কনটেন্ট নির্মাতা।
দীপঙ্কর দীপের পরিবার বর্তমানে সিলেট শহরের গোপালটিলায় বসবাস করেন। তাঁদের পৈতৃক নিবাস হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দীপঙ্কর দীপের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মী, বন্ধুবান্ধব ও অসংখ্য ভক্ত তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
মন্তব্য করুন