আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বুলেট মামুনের ভাই ফাহিমের
নিজস্ব প্রতিনিধি :সিলেট নগরীর বালুচর এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত কিশোর গ্যাং সদস্য মো. ফাহিম (২৩) অবশেষে মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত সোমবার রাতে বালুচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্যরা ফাহিমের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ও হাত গুরুতরভাবে কেটে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে ভর্তি করেন।
কারাগারে ভাই, নেতৃত্বে ছোট ভাই ফাহিম
নিহত ফাহিম সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ নগরের ছাড়ারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফাহিমের বড় ভাই মো. মামুন আহমেদ ওরফে ‘বুলেট মামুন’ ছিলেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতা। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১১টি মামলা রয়েছে।
গত ১০ অক্টোবর মামুনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। মামুন কারাগারে যাওয়ার পরই গ্যাংটির নেতৃত্ব নেয় ছোট ভাই ফাহিম, যা নিয়ে প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়।
হামলার পর ঢাকায় নেওয়া, ফেরার পথে মৃত্যু
আহতের পর ফাহিমকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১০ নভেম্বর রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। কিছুটা সুস্থ হলে মঙ্গলবার রাতে সিলেটে ফেরার পথে তার অবস্থার অবনতি ঘটে। ভোরে ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। ফাহিমের মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।”
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
মন্তব্য করুন