“বয়ানের মাঝে এমনভাবে বিরক্ত করার সাহস কে দিয়েছে?” — মাহফিল মঞ্চে হুজুরের কঠোর প্রতিক্রিয়া
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রামের পশ্চিমপাড়ায় “সেভেনটিন ব্রাদার্স” এর উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন দেশের খ্যাতনামা আলেম ড. মোহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
বয়ানের এক পর্যায়ে কমিটির এক সদস্য মঞ্চে উঠে হুজুরের কানে এসে বলেন, “আমাদের একজন অতিথি আসছেন।” এ সময় ড. আব্বাসী ক্ষুব্ধ হয়ে বলেন,
“বয়ানের মাঝখানে এমনভাবে বিরক্ত করার সাহস কে দিয়েছে তোমাকে? এখনই মঞ্চ থেকে নেমে যাও।”
হুজুরের এমন প্রতিক্রিয়ায় মুহূর্তেই উপস্থিত মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ড. আব্বাসী নিজেই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাহফিলে উপস্থিত কয়েকজন মুসল্লি জানান,
“আমরা বিভিন্ন এলাকা থেকে এসেছি শুধু হুজুরের বয়ান শোনার জন্য। কিন্তু কমিটির এক সদস্যের আচরণের কারণে হুজুর বিরক্ত হন এবং স্বাভাবিক সময়ের চেয়ে সংক্ষিপ্ত বয়ান করে চলে যান।”
তারা আরও বলেন, ভবিষ্যতে এমন আয়োজনে কমিটির সদস্যদের আচরণবিধি ঠিক রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, মাহফিল মঞ্চে ওই সময় সুনামগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন