নিজস্ব প্রতিনিধি :
সিলেটের জিন্দাবাজারের সিতারা ম্যানশনে সবার প্রিয় কুকুর ‘বজো’ ও তার পরিবার নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। প্রিয় পাড়া-পোষা কুকুরদের খোঁজ না মেলায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সিতারা ম্যানশনের সামনে মানববন্ধন করেন প্রাণীপ্রেমীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পিনাক ঘোষ, রবিন সায়েম, নয়ন সরকার, আশিষ দেবনাথ, সায়মা বেগম, নীলাঞ্জনা, কবির মিয়া, এনায়েতুল্লাহ, মদরিস আলী ও সাজন মিয়া প্রমুখ।
আন্দোলনকারীদের অভিযোগ, সিতারা ম্যানশনের সামনেই নতুন চালু হওয়া ‘মেহমান রেস্টুরেন্ট’-এর লোকজন কুকুরগুলোকে সরিয়ে দিয়েছে বা হত্যা করেছে। স্থানীয়দের দাবি, রেস্টুরেন্টের গার্ডরা কুকুরগুলোকে ইনজেকশন দিয়ে দূরে ফেলে দিয়েছে।
দীর্ঘদিন ধরে এলাকার তরুণরা বজো ও তার পরিবারকে যত্ন করে আসছিলেন, এমনকি তাদের রেবিস ভ্যাকসিনও দেওয়া হয়েছিল। তিন সপ্তাহ আগে বজোর চারটি বাচ্চার মধ্যে দুটি নিখোঁজ হয়, এরপর একে একে বাকিরাও উধাও হয়ে যায়।
এক তরুণ ক্ষোভ প্রকাশ করে বলেন, “বজো আমাদের চোখের সামনে বড় হয়েছে। প্রাণীর প্রতি মায়া হারালে মানুষও মানুষ থাকে না।
মন্তব্য করুন