মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুই শিক্ষার্থী ৪৯তম বিসিএসে দেশসেরা কৃতিত্ব অর্জন করে পুরো উপজেলা জুড়ে আনন্দ ও গর্বের সঞ্চার করেছেন।
মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার, সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সাফল্যের সঙ্গে পড়াশোনা শেষ করে ৪৯তম বিসিএসে দেশের সর্বকনিষ্ঠ শিক্ষা ক্যাডার হিসেবে মনোনীত হয়ে নিজের পরিবার ও এলাকার নাম উজ্জ্বল করেছেন।
অদম্য মেধা ও দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাওয়া খাদিজা আক্তার মধ্যনগর গ্রামের মরহুম আব্দুল আজিজ ও হাজেরা খাতুনের কন্যা।
তিনি বলেন,
অবহেলিত এলাকা থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করে আজকের অবস্থানে এসেছি—এটা আল্লাহর অশেষ দয়া। আমার শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে বাবার অবদান আমি কখনও ভুলব না। স্বপ্ন ও অধ্যবসায় থাকলে দারিদ্র্য কোনো বাধা নয়; প্রকৃতি তখন পথ তৈরি করে দেয়।”
অন্যদিকে, একই বিসিএসে গণিত বিষয়ে দেশে প্রথম হয়েছেন মধ্যনগরের বংশীকুন্ডা গ্রামের মো. অলি উল্লাহ। তিনি বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ৪৯তম বিসিএসে গণিত বিষয়ে প্রথম হয়ে শিক্ষা ক্যাডারে মনোনীত হন।
তিনি বলেন,
আল্লাহর শুকরিয়া আদায় করছি। অবহেলিত হাওরাঞ্চলের এক কৃষক পরিবারের সন্তান হয়ে এই সাফল্য অর্জন আমার জন্য গর্বের। আমি চাই আমাদের অঞ্চলের শিক্ষার্থীরাও আত্মবিশ্বাসী হয়ে আলোকিত জীবনের স্বপ্নে এগিয়ে যাক।”
এই দুই কৃতি শিক্ষার্থীর অনন্য অর্জনে মধ্যনগর উপজেলা জুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।
মন্তব্য করুন