সিলেটে অবৈধভাবে ভারত থেকে আনা পেঁয়াজ ও পিকআপসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক ব্যক্তির নাম মো. সাকিল উদ্দিন (২২)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাসদবীর পয়েন্টস্থ খাসদবীর জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি ডিআই পিকআপ আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২ হাজার ২০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে সাকিল উদ্দিনকে আটক করা হয়।
অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন