টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে ---পুলিশ কমিশনার রেজাউল করিম



সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, মরমী সাধক হাছন রাজা লেখনী, গানসহ সাহিত্যকর্মের মাধ্যমে যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করলে সমাজ থেকে অশান্তি ও বিশৃঙ্খলা লোপ পাবে। মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে। এই দর্শন মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও দরদ বৃদ্ধি করে। হাছন রাজা ছিলেন উঁচু পর্যায়ের মানুষ। তার আদর্শকে ধারণ করে নিজেদের পরিচালনা করলে আমরাও উঁচু পর্যায়ের মানুষ হতো পারবো।


শনিবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট, বাংলাদেশ এর ২০২৫-২৭ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট, বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম অচিনপুরী। তিনি বলেন, বস্তুবাদী দর্শনের বিপরীতে মরমী দর্শন জগতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আমাদের সবাইকে হাছন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শন সমাজে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. সজিব খান, কণ্ঠশিল্পী ও সুরকার হিমাংশু বিশ^াস, নাট্যকার শাহেদ মোশাররফ কটাই মিয়া।

পরিষদের সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নাজনীন আশা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বাউল বিরহী কালা মিয়া, সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, আসাদুজ্জামান নূর, আহমেদুর রব ইকবাল, আফজাল হোসেন, শাহ মো. আলী রব, মিজানুর রহমান মিজান, শাহ আলম চৌধুরী মিন্টু, তারেক ইকবাল চৌধুরী,  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, একেএম কামরুজ্জামান মাসুম, সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ, শাহ আলমগীর, মো. সেলিম মিয়া, আব্দুর রব তাফাদার, মো. মতিউর রহমান, সৈয়দ নিয়াজ আহমদ, এম এস এ মাসুম খান, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন শিপলু ও শফিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলা উদ্দিন হোসেন শাহ, এম আমীর উদ্দিন পাবেল, কেশব মজুমদার, এড. আব্দুল্লাহ আল হেলাল, নিতাই রায় চৌধুরী, জহির চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. দিদার আহমদ, সহ-আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, প্রচার সম্পাদক শাহান উদ্দিন রাজু, মো. সাইফুর রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন পীর, জাহাঙ্গীর আলম, ফেরদৌস আহমদ, শোয়েব মুন্না, হাসনাত কবীর, আল আমী, মুন্নি খানম, মো. কামাল, জাহিদ হাসান সোহেল, সোলেমান হক টিপু, গোলাম কিবরিয়া আনু, ফয়সল আহমদ, সৈয়দ আলী আক্তার চৌধুরী, কামরুন নাহার চৌধুরী শেফালী, মায়ারুন নেছা মায়া, শাহ মাসুক শিকদার, পথিক রাজু, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম রাসেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করলো সিসিক

1

সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার ভারতীয়

2

রায়হান হত্যা মামলা : জামিন পেয়েই ভারতে পালালেন এসআই আকবর

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

5

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

6

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

9

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

10

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

11

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

12

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

13

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

14

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

15

৭ বছরের শিশুকে ধ র্ষ ণ : যুবক আ ট ক

16

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

17

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে:সিলেটে মির্জা ফখরু

18

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

19

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

20