টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে ---পুলিশ কমিশনার রেজাউল করিম



সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, মরমী সাধক হাছন রাজা লেখনী, গানসহ সাহিত্যকর্মের মাধ্যমে যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করলে সমাজ থেকে অশান্তি ও বিশৃঙ্খলা লোপ পাবে। মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে। এই দর্শন মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও দরদ বৃদ্ধি করে। হাছন রাজা ছিলেন উঁচু পর্যায়ের মানুষ। তার আদর্শকে ধারণ করে নিজেদের পরিচালনা করলে আমরাও উঁচু পর্যায়ের মানুষ হতো পারবো।


শনিবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট, বাংলাদেশ এর ২০২৫-২৭ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট, বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম অচিনপুরী। তিনি বলেন, বস্তুবাদী দর্শনের বিপরীতে মরমী দর্শন জগতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আমাদের সবাইকে হাছন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শন সমাজে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. সজিব খান, কণ্ঠশিল্পী ও সুরকার হিমাংশু বিশ^াস, নাট্যকার শাহেদ মোশাররফ কটাই মিয়া।

পরিষদের সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নাজনীন আশা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বাউল বিরহী কালা মিয়া, সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, আসাদুজ্জামান নূর, আহমেদুর রব ইকবাল, আফজাল হোসেন, শাহ মো. আলী রব, মিজানুর রহমান মিজান, শাহ আলম চৌধুরী মিন্টু, তারেক ইকবাল চৌধুরী,  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, একেএম কামরুজ্জামান মাসুম, সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ, শাহ আলমগীর, মো. সেলিম মিয়া, আব্দুর রব তাফাদার, মো. মতিউর রহমান, সৈয়দ নিয়াজ আহমদ, এম এস এ মাসুম খান, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন শিপলু ও শফিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলা উদ্দিন হোসেন শাহ, এম আমীর উদ্দিন পাবেল, কেশব মজুমদার, এড. আব্দুল্লাহ আল হেলাল, নিতাই রায় চৌধুরী, জহির চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. দিদার আহমদ, সহ-আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, প্রচার সম্পাদক শাহান উদ্দিন রাজু, মো. সাইফুর রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন পীর, জাহাঙ্গীর আলম, ফেরদৌস আহমদ, শোয়েব মুন্না, হাসনাত কবীর, আল আমী, মুন্নি খানম, মো. কামাল, জাহিদ হাসান সোহেল, সোলেমান হক টিপু, গোলাম কিবরিয়া আনু, ফয়সল আহমদ, সৈয়দ আলী আক্তার চৌধুরী, কামরুন নাহার চৌধুরী শেফালী, মায়ারুন নেছা মায়া, শাহ মাসুক শিকদার, পথিক রাজু, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম রাসেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বড়লেখায় নিসচা'র সচেতনতা মূলক ল

1

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

2

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা, আসামি আওয়ামী লীগ নেতা

3

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

4

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

5

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী শাহ্ আলম এর

6

অচেতন করে শাবি ছাত্রীকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ, আটক ২

7

বড়লেখায় পদক্ষেপ'র বিনামূল্যে চিকিৎসা সেবা

8

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

9

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

10

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

11

এক যোগ পর ভাইয়ের বাসায় একান্তে সময় কাটালেন খালেদা জিয়া

12

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

13

নবীগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ: নিহত ১, আহত দেড় শতাধিক

14

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

15

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

16

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

17

কমল জ্বালানি তেলের দাম

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

সুনামগঞ্জে ‘সরি’ না বলায় ডাক্তারকে ছু রি কা ঘা ত স্বেচ্ছাসেব

20