মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক বিশেষ অভিযানে পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন থানার এসআই আল আমিন, দিপংকর হালদার, হাদী আব্দুল্লাহ, কবির আহমদ ও রিফাত সিকদার।
থানা সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের মৃত ছালেহ আহমদের পুত্র নোমান আহমদ (৩৫)-কে মারামারি মামলায় গ্রেফতার করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র শাহেল মিয়া (৩৫)-কে জিআর-৪২/২৫ (জগন্নাথপুর) মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন,
“আইনের আওতার বাইরে কেউ নয়। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হবেই হতে হবে।
মন্তব্য করুন