নিজস্ব প্রতিবেদক::
সিলেট নগরীর কালিঘাট এলাকা থেকে অবৈধভাবে আনা ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে থাকা বিভিন্ন দোকান তল্লাশি করে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়।
জব্দ করা পেঁয়াজের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামাসহ ১০–১১ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন