সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, স্টেশন রোড মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলার প্রতিষ্ঠাতা ও সভাপতি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মো. মওলুল হোসেন এর ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ( ৯ জুলাই) বুধবার।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে।
ঐদিন পরিবারের পক্ষ থেকে গুপশহর মদিনাতুল উলুম এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হবে। পরে বাদ আসর তেলিরাই জামে মসজিদ ও স্টেশন রোড হাজী মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে পরিবারের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুম ৬ষ্ঠ ছেলে মো. এমদাদ হোসেন।
উল্লেখ্য- মরহুম মো. মওলুল হোসেন সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, কামালগঞ্জ প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভূমিদাতা, তেলিরাই জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী, স্টেশন রোড হাজী মওলুল হোসেন জামে মসজিদ ভার্থখলার প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সাবেক সহ সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ও সহ সভাপতি, গণদাবি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি
মন্তব্য করুন