নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতকের রাউলি ও চেচান এলাকার মধ্যবর্তী স্থানে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোটরসাইকেলটি সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল।
নিহত ব্যক্তি মোটরসাইকেলের চালক ছিলেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম সালেক আহমদ, পিতা: মকবুল হুসেন। বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আম্বাড়িয়া গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী। তিনি জানান, "সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"
দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি ঘটনাস্থল ত্যাগ করে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।মোটরসাইকেল আরোহী সিলেটের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন বলে জানাগেছে।
মন্তব্য করুন