খালেদা জিয়ার নির্দেশে পরিবর্তন, সেলিমের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু...
সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিটি করপোরেশনের মেয়র পদ কিংবা সিলেট-১ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি।
শুক্রবার সকালে সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত গোয়াইনঘাটে গিয়ে প্রচারণা শুরু করেন আরিফুল হক চৌধুরী। প্রথমেই তিনি ওই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন।
এর আগে তিনি গোয়াইনঘাটের ভিত্রিখেল রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
মন্তব্য করুন