ফেসবুকে ভাইরাল মিছিলের ভিডিও নিয়ে তোলপাড়
স্টাফ রিপোর্টার::
সিলেট নগরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, প্রায় ১৫-২০ জন নেতা-কর্মী এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে অধিকাংশের মুখে কালো মাস্ক এবং মাথায় হেলমেট ছিল।
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আটক ব্যক্তির নাম ওমর ফারুক (২৪)। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সুবিদ বাজার হাজী পাড়া এলাকার সিফত মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয় ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য।
মিছিলের ভিডিওটি প্রথম প্রকাশ করেন এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলওয়ার হোসেন রাহী। শুক্রবার বিকেলে তিনি নিজের ফেসবুক আইডি ‘Dilowar Hussain Rahi’-তে ভিডিওটি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “অনেকদিন পর আবারও সিলেটের রাজপথে। অসংখ্য ধন্যবাদ সাহসী যোদ্ধাদের, যারা ঝুঁকি নিয়ে রাজপথে সঙ্গ দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
ভিডিওতে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন দিলওয়ার হোসেন রাহী নিজে। এছাড়া এমসি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশকে উপস্থিত থাকতে দেখা গেছে। বাকি অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
মিছিলে ব্যবহৃত ব্যানারে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের ছবি দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, রাহী ও টেলেন্ট দুজনই রনজিত সরকারের অনুসারী হিসেবে পরিচিত।
মন্তব্য করুন