মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি: দারুল মিল্লাত মাদ্রাসায় ভর্তি নিয়ে উৎসাহ...
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালকলিয়া ইউনিয়নের সুপার মামদপুর এলাকায় অবস্থিত দারুল মিল্লাত জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও আবরু মিয়া-খুরশেদা বেগম ছাত্রী এতিমখানায় নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে। শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য প্রতিদিনই অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, “গুণগত মানসম্পন্ন শিক্ষা আমাদের অধিকার—আমাদের সন্তানরা গড়বে আগামী দিনের নতুন পৃথিবী”—এই শ্লোগানকে সামনে রেখে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে পাঠদান পরিচালিত হচ্ছে। নিয়মিত ডায়েরি সংরক্ষণ, আরবি, ইংরেজি ও গণিতে বিশেষ গুরুত্ব এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
এতিমখানায় থাকা–খাওয়া, স্বাস্থ্য সুরক্ষা এবং ছাত্রীদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। নারী শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্রীদের সার্বিক দেখভাল করা হয়। দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পরিচর্যার সুবিধা। বর্তমানে ৫ থেকে ৯ বছর বয়সী কিছু ছাত্রী ভর্তির জন্য আসন খালি রয়েছে।
প্রতিষ্ঠানটির সার্বিক পরিচালনায় রয়েছে দারুল মিল্লাত এডুকেশন অ্যান্ড অরফান ট্রাস্ট। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রিন্সিপাল মাওলানা আফজল হোসাইন (কামিল এম.এ)-এর সাথে ০১৭১৪-৬৪৭২০০ এবং ০১৭৪১৬১৬৩৫৪ নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন