সিলেটের শতবর্ষী স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত “সিলেটের সাংবাদিক ইউনিয়ন (এসইউজে)”।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় সংগঠনের সভাপতি কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাহান, সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক কবি সাজ্জাদ আহমদ সাজু এবং ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ নেতৃবৃন্দ বলেন, সিলেট প্রেসক্লাব এই অঞ্চলের সাংবাদিকতার একটি স্মারক ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আন্দোলন-সংগ্রামের গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ এ প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত কমিটি সিলেটের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ করে অপসাংবাদিকতা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাবকে আরও গতিশীল করবে এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও নবনির্বাচিত সকল সদস্যবৃন্দ এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এসইউজে নেতৃবৃন্দ।
মন্তব্য করুন