টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে হত্যা মামলার এক আসামিকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

দুপুরে স্কুলছাত্র জনি দাশ (১৭) হত্যা মামলার আসামি সাজু মিয়াকে (২২) আদালতে তোলা হয়। এসময় আদালত প্রাঙ্গণে তাকে মারধর এবং পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ ও আইনজীবীরা আসামিকে রক্ষা করেন।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক শেখ নাজমুল হক বলেন, কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাজুকে আদালত প্রাঙ্গণে মারধরের চেষ্টা করে। তবে পুলিশ সতর্ক থাকায় তাদের চেষ্টা সফল হয়নি। আসামিকে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘরের পাশে শব্দ শুনে জনি দাশ ঘর থেকে বের হয়। এ সময় অপরিচিত এক তরুণের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে ওই অপরিচিত ব্যক্তি জনি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় জনি দাশকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন।

জনি দাশ হবিগঞ্জ শহরের ডকঘর এলাকার নর্ধন দাশের ছেলে। সে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কিশোরের বাবা বাদী হয়ে গত শনিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সোমবার পুলিশ সাজু মিয়া নামের এক তরুণকে গ্রেপ্তার করে। তার বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাক গ্রামে।

পুলিশ জানায়, প্রাথমিক জ্ঞিাসাবাদে সাজু দায় স্বীকার করেছেন।

বুধবার দুপুরে হবিগঞ্জ সদর থানা–পুলিশ সাজু মিয়ার পাঁচ দিনের রিমান্ড চেয়ে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করে। এ সময় একদল শিক্ষার্থী সাজুর ওপর হামলা ও তাকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ হামলাকারীদের লাঠিচার্জ শুরু করে। পাশাপাশি একদল আইনজীবী ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দীন শাহীন বলেন, জনি দাশের কিছু সহপাঠী দল বেঁধে আসামির ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিক প্রদক্ষেপ গ্রহণ করায় হামলাকারীরা সফল হতে পারেনি। আদালত ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু

1

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

2

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

3

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

4

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

5

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

6

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

7

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল

8

ভোক্তা অধিকারের জব্বারকে ‘মারধর’, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জা

9

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী

10

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

11

অবৈধ চাপাতা ধরতে গিয়ে আ হ ত বিজিবি সদস্য

12

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

13

আম না পাড়ায় শিশু রিংকনের হত্যা: চাপা পড়া সত্য উন্মোচনে পিবিআ

14

ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়া মাদকমুক্ত এলাকা ঘোষণা

15

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

16

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ

17

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

18

যুক্তরাষ্ট্রে মৌলভীবাজারের দিদারুলের দাফন সম্পন্ন,

19

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের চেষ্টা মামলা করে নিরাপত্তাহীনতায় ন

20