মাদক সবখানে ছড়িয়ে পড়লেও তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও কাদের সহযোগিতা পাচ্ছেন না, তা বলতে রাজি হননি তিনি।সোমবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, মাদক আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এসব ধরার পরিমাণ অনেক বাড়লেও শুধু বহনকারী ধরা পড়ছে কিন্তু গডফাদারগুলো ধরা পড়ছে না। গডফাদার ধরা না পড়ার পেছনে আমাদের কতগুলো সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না।
কারা সহযোগিতা করছে না তাদের নাম না নিয়ে উপদেষ্টা বলেন, কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না এটা আপাতত বলতে চাচ্ছি না।
কীভাবে মাদক বন্ধ করা যায় সে ব্যাপারটি গুরুত্বের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলে তুলে ধরেন তিনি।
এদিকে গুলশানে চাঁদা তুলতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যত বড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়। গুলশানে চাঁদাবাজদের কি ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবে না।
মন্তব্য করুন