মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দেবাশীষ তালুকদার দিপু। তিনি উপজেলার বিশারা গ্রামের মৃত গণেশ চন্দ্র তালুকদারের ছেলে এবং মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার এলাকায় পোস্ট অফিসের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত বছর দায়ের করা একটি নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে দেবাশীষ তালুকদার দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। তদন্তে উক্ত ঘটনার সঙ্গে দিপুর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে দেবাশীষ তালুকদার দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন