মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন মাইসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মিফতাহুল হোসেন (সুইট)।
মাইসান গ্রুপের ম্যানেজার মো. মোসলেহ উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপের ল্যাবরেটরিজের সিইও সাফওয়ান হোসেন স্বপ্নীল। কনফারেন্সের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র স্টাফ সাব্বির আহমদ।
অনুষ্ঠানে মাইসান গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কনফারেন্সে মাইসান ল্যাবরেটরিজ, মাইসান হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যাল, মাইসান কনজ্যুমার, ডা. সুইট অ্যান্ড মেডিসিন শপ, রয়্যাল ল্যাব ডট কম এবং সাপ্তাহিক ‘আমাদের সিলেট ’-এর প্রতিনিধিরা তাদের বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
দিকনির্দেশনামূলক বক্তব্যে মাইসান গ্রুপের এমডি ডা. মিফতাহুল হোসেন (সুইট) বলেন, গ্রাহকদের দ্রুততম সময়ে মানসম্পন্ন সেবা প্রদানই মাইসান গ্রুপের প্রধান লক্ষ্য। সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার মাধ্যমে গ্রুপের সকল প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে সেবা পৌঁছে দিতে মাইসান গ্রুপের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
—বিজ্ঞপ্তি
মন্তব্য করুন