সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সিলেটে ১৯ হাজারের মতো সিএনজির লাইসেন্স আছে। আর বাকি এর চেয়েও বেশি সংখ্যক অবৈধ আছে। অবৈধগুলো অনেক জায়গায় ডাম্পিং করার কথা ছিল, আমরা না করে চলে আসছি। আমরা সেটার জন্য তাদেরকে ২২ তারিখ পর্যন্ত সময় দিয়েছি। ২২ তারিখের মধ্যে যেসমস্ত সিএনজিগুলোর লাইসেন্স নাই, শহরে ব্যবহার করার অনুমতি দেওয়া হয় নাই, সেগুলো শহরের বাইরে চলে যাবে মানে উপজেলা পর্যায়ে। এরপরও আসলে তাদেরকে জেল-জরিমানা করা হবে বা ডাম্পিং করা হবে।
মঙ্গলবার তিনি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আর যেখানে যেখানে জায়গা দরকার পার্কিংয়ের জন্য, সেটা আমরা দেখতেছি যে কোথায় কোথায় কোথায় পার্কিংয়ের জায়গা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে, তারা তাদের পার্কিংয়ের জায়গা ছেড়ে মেইন রাস্তায় চলে আসে, এটা যাতে আসতে না পারে, সেজন্য আমরা এখন অ্যাওয়ার্নেস করছি, বুঝানোর চেষ্টা করছি তোমার দায়িত্ব এটা। যখন করা হবে না, তখন ব্যবস্থা নেওয়া হবে। আইন মানলে শাস্তির আওতায় আনতে হতো না। এজন্য শাস্তির আওতায় আনতে হয়।
মন্তব্য করুন