একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ।
শুক্রবার বেলা ১১টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন বাংলাদেশ সফররত অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব তার পোস্টে উষ্ণ অভ্যর্থনার জন্য ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “দেশটি গুরুত্বপূর্ণ সংস্কার এবং রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সকলের জন্য একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে জাতিসংঘের ওপর নির্ভর করতে পারে।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রায় সাত বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।
বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। পরে একই বিমানে করে কক্সবাজার যান ড. মুহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিয় গুতেরেস।
কক্সবাজারে রোহিঙ্গাদের বর্তমানে দেখভালের বিষয়ে তাকে অবহিত করা হবে। বিশেষ করে সার্বিক অর্থ বরাদ্দ কমে আসার বিষয়টি গুরুত্ব পাবে। গুতেরেস কক্সবাজারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন। সন্ধ্যায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। রাতে তিনি ঢাকা ফিরবেন।
মন্তব্য করুন