সিলেট মহানগরী থেকে ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা সবাই হকার। আইন অমান্য করে নগরীর রাস্তা ও ফুটপাতে ব্যবসার কারণে তাদের আটক করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসন, সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।সিলেট মহানগরীর রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হকারদের কথা বিবেচনা করে তাদের জন্য নির্ধারিত লালদিঘীরপাড় অস্থায়ী হকার্স মার্কেটটি আরও উন্নত করা হয়েছে। নানান সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। অনেক হকারই সেখানে ব্যবসা বাণিজ্য করছেন। কিন্তু তবু তাদের মধ্যে অনেকেই রাস্তা ছাড়তে নারাজ। প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে তাদের সতর্ক করার পাশাপাশি অনেকের পণ্য সামগ্রীও আটক করা হয়।নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার সন্ধ্যার পর অভিযান শুরু হয়। চলে সাড়ে ৯টা পর্যন্ত। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, কালিঘাট রোডে অভিযান চালিয়ে অন্তত ১০জন হকার ও পণ্য সামগ্রী আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম ঠিকানা তাৎক্ষনিক জানানো হয়নি।অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম।
তাকে সহযোগীতা করেন মহানগর পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের একদল কর্মকর্তা ও কর্মচারী।
আটকদের মধ্যে ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অন্যান্যদের মোট ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।
মন্তব্য করুন