টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা


উত্তরাধিকারি সনদ জালিয়াতি করে জ‌মি নামজারি, 





ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি,
সুনামগঞ্জের ছাতকে জাল জালিয়াতি করে অর্থের বিনিময়ে একটি উত্তরাধিকারি সনদ তৈরির  অভিযোগ উঠেছে। ভূয়া তথ্যের ভিত্তিতে সনদ তৈরি করে নামজারির মাধ্যমে প্রতিপক্ষের মৌরশি ও ক্রয়কৃত ভূমি জোর পূর্বক দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি ভূমি খেকো চক্র। আদালতে মামলা দায়ের করে প্রতিকার পাচ্ছেনা বাদী ও তার পরিবারের লোকজন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃঞ্চনগর গ্রামের হাসমত উল্লাহ মৃত্যুবরণের পর তার ত্যাজ্যবিত্তে উত্তরাধিকারি সনদ অনুযায়ী তিন ছেলে রজিব উল্লাহ, রিয়াজ উদ্দিন, রিয়াছত আলী ও দুই কন্যা আলকুমা বিবি এবং ফজর বিবি। এদের মধ্যে একমাত্র আলকুমা বিবি নি:সন্তান হিসেবে মারা যান। এই তথ্যের ভিত্তিতে ২০১৮ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ একটি উত্তরাধিকারি সনদ দেন। এদিকে, ২০২৪ সালে এসে মৃত আকবর আলীর স্ত্রী মৃত আলকুমা বিবির একমাত্র ছেলে মছদ্দর আলীর উত্তরাধিকারি মর্মে স্থানীয় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া ও ইউপি সদস্য জহির আলী স্বাক্ষর করেন। ইউনিয়ন পরিষদ কর্তৃক দেওয়া উত্তরাধিকারি সনদে মৃত আলকুমা বিবিকে নি:সন্তান ও এক সন্তান আছে ব‌লে একি বিষয়ে পৃথক দুটি সনদ প্রদান করা হয়।
নি:সন্তানকে সন্তান আছে দেখিয়ে আলকুমা বিবির  
উত্তরাধিকারির ভূয়া সনদ গ্রহণ করে একই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে কামাল উদ্দিনরা।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া ও ইউপি সদস্য জহির আলীকে অভিযুক্ত করে সম্প্রতি সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন, কৃঞ্চনগর গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে মাহবু্ুবুর রহমান। মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ।
ভূয়া ও জাল উত্তরাধিকারি সনদ ব্যবহার করে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যের যোগসাজশে আসামিরা তাদের নামে পৃথক নামজারি ২৫-২২০২ খতিয়ান সৃজন করে বাদি পক্ষের ভূমি দখল করার পায়তারা করছে। এসএ ৬৬৫ খতিয়ানে ৯৫৭৭, ৯৫৮২, ৯৫৯৪ দাগে ০.১১৭৪ একর ভূমি নিজেদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমি বলেও দাবি ক‌রে। মূলত তাদের কোন বৈধ কাগজপত্র নেই কোনদিনও ভোগ দখলে ছিলনা বলে মামলায় উল্লেখ করা হয়।
অপরদিকে, আসামিদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন বাদী ও তার পরিবার। এ ঘটনায় আদালতে ৭জনের নামে একটি পিটিশন দায়ের করেন মাহবুবুর রহমান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গত বৃহস্প‌তিবার সকাল থে‌কে টান টান উত্তেজনা দেখা দি‌য়ে‌ছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
অভিযুক্ত কামাল উদ্দিন জানান, আলকুমা বিবির ছেলে আছদ্দর আলীর উত্তরাধিকারি সূত্রে তারা ভূমির মালিক। মামলার বাদির মামা মাওলানা মইজ উদ্দিন এঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন 
তার ফুফু আলকুমা বিবি নি:সন্তান ছিলেন। তাকে বিয়ে দেওয়া হয়েছিল সিলেটের শিবেরবাজার মানসিনগর গ্রা‌মে । তার স্বামীর নাম আকবর আলী। এখন নি:সন্তানকে সন্তান সাজিয়ে ইউপি সদস্য জহির আলী ও প্যানেল চেয়ারম্যান আজাদ মিয়া কর্তৃক একটি উত্তরাধিকারি সনদ প্রদান করে। আমাদের গ্রামেও একজন আকবর আলী ছিলেন। ওই আকবর আলীর স্ত্রী সাজিয়ে মছদ্দর আলীকে সন্তান দেখিয়ে এ জালিয়াতির মাধ্যমে দূর্নীতি ও হয়রানি করা হচ্ছে। 
ইউপি সদস্য ও মামলার আসামি জহির আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৮ সালে আমার তথ্য ও স্বাক্ষর ছাড়া ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ আলকুমা বিবি নি:সন্তান হিসেবে উত্তরাধিকারি সনদ দেন। কিন্তু সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের বৈঠক হয়। বৈঠকে মনছর আলী, সমর আলী, আলী আশরাফ তাহিদ, তরিক উল্লাহ, আবদুর রহমান, নসিব উল্লাহসহ অনেকেই ছিলেন। মৃত আলকুমা বিবির সন্তান মছদ্দর আলী, তারা কৃঞ্চনগর গ্রামের বাসিন্দা ব‌লে  তিনি উত্তরাধিকারি সনদ দেন। তবে এই বৈঠকে মাওলানা মইজ উদ্দিন পক্ষের কেউ ছিলেন না বলে ‌তি‌নি স্বীকার করেন। এব‌্যাপা‌রে  আওয়ামীলী‌গের নেতা ও ছৈলা আফজলাবাদ ইউপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আজাদ মিয়া এঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,২০১৮ সালের উত্তরাধিকারি সনদ প্রদানের বিষয়ে তার জানা নেই। তবে সম্প্রতি ওয়ার্ড মেম্বার জহির আলীর মাধ‌্যমে  তিনি ওই সনদে স্বাক্ষর করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

1

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

2

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

3

বড়লেখায় হাওড় অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১৬জনকে পুশইন করল বিএসএফ

6

শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদে

7

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

8

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

9

ছাতকে অসহায় আফিয়া পরিবারকে অটো গাড়ি উপহার দিলেন পরিবর্তন ওয়ে

10

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

11

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ,

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

14

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

15

এসএসসি ফল প্রকাশ;সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১

16

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

17

জগন্নাথপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচ

18

জুড়ীতে নিসচা'র সড়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20