১০ কোটি কেন ১০ হাজার কোটি টাকাতেও তাকে মালিক সাহেব কিনতে পারবেন না বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানার নয়াবাজার এলাকায় ‘জীবন ফাউন্ডেশন সেইফ হোমের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ঘটনা বুধবারের। সেদিন সিলেটের কয়েকটি অনলাইন গণমাধম সংবাদ প্রকাশ করে যে, সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র বাতিল করা হলেও একই কারণে সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিকের মনোনয়নপত্র বাতিল করা হয়নি।এর কারণ হিসাবে ওইসব অনলাইন সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে বলা হয়েছে, ১০ কোটি টাকা খেয়ে ডিসি সারওয়ার আলম মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন!
এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রসঙ্গটি উঠলে তিনি জবাবে বলেছেন, ১০ কোটি টকা কেন, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে মালিক সাহেব কিনতে পারনে না।বিষয়টি নিয়ে সিলেটজুড়ে চলছে তুমুল আলোচনা। এদিকে সিলেট জেলা প্রশসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যম কমীদের সঙ্গে এক মতবিনিময় সভারও আয়োজন করেছেন সিলেটের জেলা প্রশাসক।
সাম্প্রতিক নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি এ অনুষ্টানে ১০ কোটি টাকার বিষয়টি নিয়েও যে আলোচান হবে বিষয়টি বলাই-বাহুল্য।
মন্তব্য করুন