সিলেটের কানাইঘাটে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফ উদ্দিন (শরিফ) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বালাগঞ্জের তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে অভিযুক্ত শরিফ উদ্দিনকে এক কিশোরীকে নিপীড়ন করতে দেখা যায়। ভিডিও প্রকাশের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শরিফ উদ্দিন বিবাহিত, দুই স্ত্রীর স্বামী এবং দুই সন্তানের জনক। তিনি কানাইঘাটের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
ওসি বলেন, “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মন্তব্য করুন