স্টাফ রিপোর্টার::
সিলেট মহানগরে প্রতিটি রুটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
রোববার সকালে এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার নিজেই।
সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন,
“আমাদের দায়িত্ব হলো শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা। কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দিতেই এই উদ্যোগ।”
তিনি আরও বলেন,
একটি ন্যায্য ভাড়ার তালিকা নির্ধারণ করা হবে, যাতে জনগণ জানতে পারে কোন রুটে কত ভাড়া। এতে অতিরিক্ত ভাড়া রোধ হবে এবং শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।”
সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি রুটের ভাড়া তালিকা তৈরি করে ১৫ দিনের মধ্যে তা মালিক, শ্রমিক ও যাত্রীদের সুবিধা অনুযায়ী চূড়ান্ত করা হবে।
সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. পারভেজ, সিএনজি শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এসএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন