সিলেট নগরের সোবহানীঘাট ও বন্দরবাজার এলাকায় পৃথক অভিযানে চিহ্নিত ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
রোববার, সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে সুমন মিয়া সাদ্দাম (২৫) ও আব্দুল হাকিম (২৫)-কে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার, বন্দরবাজার কালেক্টর মসজিদের সামনে থেকে আরও তিনজন—সুফিয়ান আলী (২৭), মোহাম্মদ খালেদ আহমেদ (২৮) ও নুরুল ইসলাম আকাশ (২৪)—কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধেও কোতোয়ালী মডেল থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন