টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনে জারি করা অধ্যাদেশে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে অর্থমন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়। তবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের বিষয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিষদ।

অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থমন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কিরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে বলা হয়েছে, এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সকল উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

এরই প্রেক্ষিতে ঐক্য পরিষদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জানায়। পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী এনবিআর বিলুপ্ত না করে এটিকে একটি স্বতন্ত্র ও বিশেষ বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়ণের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা হবে এবং অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের আগে জারীকৃত অধ্যাদেশ কার্যকর হবে না।

রাজস্ব সংস্কারের লক্ষ্যে আমরা সরকারের এ ঘোষণাকে স্বাগত জানাই। সরকারের এ ঘোষণার প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় পরিষদ। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি পূরণ না হওয়ায় তার বিরুদ্ধে পূর্ব ঘোষিত অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।

এখানে উল্লেখ্য, অধ্যাদেশ বাতিলসহ প্রথমে ৩ দফা দাবিতে গত ১৪ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’ পরবর্তীতে চেয়ারম্যানের অপসারণের দাবিও যুক্ত করে তারা। এদিকে দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সন্ধ্যায় অর্থমন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন কর্মসূচির কারণে এনবিআরের কার্যক্রমে গত এক সপ্তাহের বেশি সময় ধরে অচলাবস্থা বিরাজ করছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে মরা চেলা নদীতে বালি উত্তোলন বন্ধে গ্রামবাসীর প্রতিবাদ

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

হবিগঞ্জে পরীক্ষায় ফেল করায় কিশোরীর আ ত্ম হ ত্যা

3

জগন্নাথপুরে বিএনপির মতবিনিময় সভায় বঞ্চিত নেতাকর্মীদের ক্ষোভে

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

6

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

মধ্যপ্রাচ্যে বড় ‘জুয়া’ খেলছেন ট্রাম্প?

9

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

10

ছাতকে ভাতিজার হাতে চাচা খুন

11

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

12

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

13

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

14

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২

15

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

16

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

17

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

18

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

19

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

20