টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাদে আটকা সাংবাদিক, শ্বাসরুদ্ধকর এক রাত

নিচে দাউ দাউ করে জ্বলছে আগুন, চলছে ভাঙচুর। চারদিকে দাঁড়িয়ে বিক্ষুব্ধ কিছু জনতা, দিচ্ছেন স্লোগান। সামনের সড়কে যান চলাচল বন্ধ। আর এতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রাণ ভয়ে একদল সাংবাদিক আশ্রয় নেন ছাদে। দৃশ্যটি বৃহস্পতিবার রাতে রাজধানীতে ডেইলি স্টার ভবনের। 

এদিন রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলো ও পরে ডেইলি স্টার পত্রিকার ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুরএমন কি লুটপাটের ঘটনাও ঘটে। এদিকে আজ শুক্রবার সকালে ডেইলি স্টার ও প্রথম আলোর ভবনের সামনে গিয়ে দেখা যায়, পোড়া স্তুপ। কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারদিক ঘিরে রেখেছেন। ভিড় রয়েছে উৎসুক জনতারও। 

দ্য ডেইলি স্টারের ভবনের সামনেও প্রায় একই দৃশ্য দেখা গেছে। গতকাল রাতের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা দেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ মো. আব্বাস ।

তিনি মানবজমিনকে বলেন, ‘চিফ রিপোর্টার, চিফ নিউজ এডিটর এবং অন্যান্য স্টাফসহ ৩০ জন আটকা পড়েন সে সময়। ভবনের পেছন দিক দিয়ে তাদের উদ্ধার করা হয়। কারণ অফিসের সামনে  বিক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছিলো।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসকে আসতে দেয়া হয়নি। তাদের আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। আমি ফায়ার সার্ভিসকে ফোন করেছিলাম। তারপর অনেক পরে আসছে তারা। আমাদের এখানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তারপর আগুন জ্বালিয়ে দিয়েছে।’

আব্বাস বলেন, ‘যখন আগুন ধরিয়ে দেয় এবং ধোঁয়া বের হচ্ছিলো, তখন সবাই ছাদে চলে যাই। ঠিক রাত ১টা। পরে ৪টার দিকে আমাদের সবাইকে উদ্ধার করা হয়।’

রাতের বর্ণনা দিয়ে পত্রিকাটির আরেক কর্মী বলেন, ‘উদ্বেগ আর  উৎকণ্ঠায় আমাদের রাত কাটাতে হয়েছে। ছাদ থেকে নামতেও ভয় পাচ্ছিলাম। তারা নিচে ঘিরে রেখেছিল। এছাড়া ধোঁয়ার কারণে নামা যাচ্ছিল না।’

ডেইলি স্টারের চিফ রিপোর্টার (সেন্ট্রাল) পার্থ প্রতীম ভট্টাচার্য ফেসবুকে আজ ভোর ৫টায় এক পোস্টে লেখেন, ‘এমন দিন আমার জীবনে আর না আসুক। আমি মৃত্যু দেখে এসেছি। সবার জন্য শুভকামনা।’

পত্রিকাটির সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম আরেক স্ট্যাটাসে গতরাতের শ্বাসরুদ্ধকর অবস্থার কথা জানিয়ে পোস্ট দেন। লেখেন, ‘আমি আর শ্বাস নিতে পারছি না। অনেক ধোঁয়া। আমি ভেতরে। তোমরা আমাকে মেরে ফেলছো।’

প্রথম আলোর এক কর্মী মানবজমিনকে জানান, রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে পত্রিকাটির ভবনে  হামলা চালায়। এরপর ১১টা ৫০ মিনিটের দিকে ভবনে আগুন দেয়া হয়। সেখানে  ক্যান্টিন, বন্ধুসভা, অ্যাকাউন্ট বিভাগ, চরকি ও প্রথমা প্রকাশনীসহ আরও কিছু বিভাগ রয়েছে। 

তিনি আরও বলেন, ‘সারারাত ঘুমাতে পারিনি। আতঙ্কে ছিলাম।’

এদিকে একদল বিক্ষোভকারী রাতে ডেইলি স্টারে ভাঙচুর ও আগুন দিলে সেখানে যান সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। হামলাকারীদের থামাতে গিয়ে তাদের তোপের মুখে পড়তে হয় তাকে। একদল লোক তাকে ঘিরে হেনস্তার চেষ্টা চালায়। কয়েকজনকে তার গায়ে হাত দিতেও দেখা যায়। পরে তিনি ডেইলি স্টার ভবনে প্রবেশ করেন। সে সময় সেখানে গিয়েছিলেন আলোকচিত্রী শহিদুল আলমও।

উল্লেখ্য, হামলার ঘটনায় আজ শুক্রবার প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা প্রকাশ হয়নি। বন্ধ রয়েছে অনলাইন সংস্করণও।

বিজ্ঞাপন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে

1

নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

2

একটি-ব্রিজ-বদলে-দিতে-পারে-গ্রামীণ-চিত্র

3

মধ্যনগর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

4

সিলেট "ল" কলেজের ছাত্র ও কনস্ট্রাকশন ব্যবসায়ী তুহিন নিখোঁজ

5

৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত

6

জগন্নাথপুরে পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেফতার

7

সুনামগঞ্জে জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে

8

পঞ্চাশ বছরের আইনি লড়াইয়ের অবসান: পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাস

9

ইসলামী যুব মজলিস ছাতক উপজেলা শাখা পূর্ণগঠন সম্পন্ন

10

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

11

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

12

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

13

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

14

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

15

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

16

অবৈধ সম্পদ গোপন: আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

17

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

18

কানাইঘাটে বজ্রপাতে মাঝির মৃত্যু

19

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

20