মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাতে মধ্যনগর থানা পুলিশের চলমান ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানের অংশ হিসেবে উপজেলার ০১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের অন্তর্গত গোলগাঁও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম নুরুল হক (৩৫)। তিনি মোঃ রহিম মিয়ার ছেলে এবং গ্রামের বাড়ি ইছামারি, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন, মধ্যনগর থানা, সুনামগঞ্জ জেলা।
পুলিশ জানায়, মধ্যনগর থানার মামলা নম্বর ০২, তারিখ ১৩ জানুয়ারি ২০২৬, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী দায়েরকৃত মামলায় নুরুল হক এজাহারনামীয় আসামি।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সাহেদ আহমদসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। গ্রেপ্তারের পর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আসামিকে থানায় আনা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মধ্যনগর থানার পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন