সিলেটে এক ছাত্রলীগ সভাপতিকে ধরে পুলিশে দিয়েছে জনতা। তার নাম সুফিয়ান আহমদ। তিনি গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খন্দকার মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে শাহপরান উপশহর আবাসিক এলাকায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সুফিয়ান আহমদ গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাটি গ্রামের কমর উদ্দিনের ছেলে।সুফিয়ানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিজিবি ক্যাম্প লুটের ঘটনায় মামলা রয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার রাতে শাহপরাণ এলাকায় একদল লোক সুফিয়ানের উপর হামলা করে। পরে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয়।তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন