মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের মোকামবাড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় যুক্তরাজ্যপ্রবাসীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হলেন— যুক্তরাজ্যপ্রবাসী জুনেল মিয়া, তার মামা মস্তাব আলী, আবেদ আলী, আকলিমা বেগম, শাহ কবির মিয়া, তার ছেলে শাহনুর মিয়া, শাহ জামিল মিয়া, শাহ কামিল মিয়া এবং তারেক মিয়া। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শাহ কবির মিয়া জানান, কোনো কারণ ছাড়াই প্রতিপক্ষ তাদের ওপর দুই দফা হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। অপরদিকে প্রবাসী জুনেল মিয়া বলেন, তিনি হবিবপুর গ্রামের বাসিন্দা। মামার বাড়িতে বেড়াতে এসে তিনি ও তার স্বজনরা হামলার শিকার হন।
খবর পেয়ে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কাছ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
মন্তব্য করুন