টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ লোকজনের ঠিকানা এবার হচ্ছে সিলেটে। এ লক্ষ্যে গড়ে উঠছে জীবন ফাউন্ডেশন সেইফ হোম। ওসমানী বিমানবন্দর এলাকার নয়াবাজার নেছারাবাদ হাউজিংয়ে এই সেইফ হোমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গতকাল বুধবার দুপুরে (৭ জানুয়ারি) এ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
সিলেটের অন্যতম বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘জীবন ফাউন্ডেশন’র উদ্যোগে বাস্তবায়িত হবে এ প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, সিলেট বিভাগের মধ্যে এটি হবে প্রথম বেওয়ারিশদের কোন আবাসস্থল।
গতকালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন। জেনারেল সেক্রেটারি মো. জুনেদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, এটি আমাদের সবসময় মনে রাখা দরকার। বেঁচে থাকাকালে যদি সমাজের জন্য কিছু করা না যায়; তাহলে বেঁচে থাকার সার্থকতা নেই। জীবন ফাউন্ডেশন সিলেটে যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এটি অত্যন্ত প্রশংসার দাবিদার।
রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়ন হলে সিলেটের রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষের একটি আশ্রয়স্থল হবে। সমাজে যাদের সাধ্য আছে তাঁদেরকে এরকম ভালো কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি। বিশেষ করে সিলেটের প্রবাসীদের এই প্রকল্পে অবদান রাখা উচিত বলে তার মন্তব্য।
উদ্যোক্তারা জানান, যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাবেক ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবালের সহধর্মিণী ফরিদা চৌধুরী নিজের বাসা বানানোর জন্য জায়গাটি রেখেছিলেন। নিজের বাসা না বানিয়ে তিনি বেওয়ারিশ লোকজনের পুনর্বাসনের কাজের জন্য ৮ ডেসিমেল জায়গা দান করে দেন। দানকৃত এই জায়গায় ঘরটি নির্মাণ কাজ শুরু হয়েছে। দেশি ও বিদেশিদের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতি হবে বলে সংস্থার জেনারেল সেক্রেটারি জুনেদ আহমদ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, জীবন ফাউন্ডেশন সেইফ হোমে ১ লাখ টাকা দিয়ে আজীবন সদস্য হওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আজীবন সদস্য হিসেবে চূড়ান্ত করেছেন। এছাড়া যেকোন ধরণের সহযোগিতা করারও সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক ট্রেজারার গোলাম মরতুজা চৌধুরী ইকবাল, সংস্থার আজীবন সদস্য হেলাল খান।
উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম পৃষ্ঠপোষক সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. আমিনুল ইসলাম, আজীবন সদস্য আকমল হোসেইন, আব্দুর রহিম, জমির টিটু, মনোয়ার মুহিব, জুনেদুর রহমান, ইঞ্জিনিয়ার রতন মিয়া, সংস্থার সদস্যদের মধ্যে মাজহারুল ইসলাম জয়নাল, ইজ্জাদুর রহমান মুন্না, আবু খালেদ, ফরিদ আহমদ, শাহিদ আহমদ, আতিকুর রহমান, আহমদ আল আরিফ চৌধুরী প্রমুখ।পরে দোয়া পরিচালনা করেন হাফিজ মুস্তাকিম আহমদ। পরে জেলা প্রশাসক স্থানটিতে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

1

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

2

মাছিমপুরে গাড়ী পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল-এলাকাবাসী সংঘর্ষ

3

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

4

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

5

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

6

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

7

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

8

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

9

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

10

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

11

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

12

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

13

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘ

14

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

15

ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের উপর হামলা, দুই পু

16

মধ্যরাতে সিলেটে বিক্ষোভ: প্রথম আলো অফিস ও আলপাইন রেস্টুরেন্ট

17

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

18

আটকের পরও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়

19

৪৪তম বিসিএসে বড়লেখার দুই মেধাবীর সাফল্য

20