টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে শেভরনের পাইপলাইনে আগুনে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্যু



মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর দগ্ধ হয়ে প্রাণ হারান বশির মিয়া (৫৪) ও তাঁর ছেলে রেজোয়ান মিয়া (২১)। বর্তমানে বশিরের স্ত্রী ফারজানা আক্তার পারভীন (৩৬) ঢাকার বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বশির মিয়া মারা যান। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে তাঁর ছেলে রেজোয়ান ঢাকার জাতীয় বার্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া।
স্থানীয়রা জানান, পাইপলাইনের ছিদ্র থেকে বের হওয়া কনডেনসেট নিকটস্থ ছড়ার পানিতে মিশে যায়। পরে পানির ওপর ভাসমান তেলে আগুন ধরে গেলে ওই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন।
শেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান বলেন, দুর্বৃত্তরা পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালায়। এতে তেল ছড়িয়ে পড়ে এবং পানির ওপর ভাসমান তেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি জানান, দগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। দুইজনের মৃত্যুর ঘটনায় শেভরন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী লুৎফুল হক লোকমান বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অসচ্ছল পরিবারটিকে শেভরন ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।”
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। শেভরন ও প্রশাসন শুরু থেকেই তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে শ্রীমঙ্গলের ভুনভীর ইউনিয়নের শাসন ইলাম পাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তদের অবৈধ ছিদ্রের কারণে অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

1

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

2

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আরিফুল হক চৌধুরী

3

আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লিট ফিয়েস্তা সিজন-

4

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

5

পরিবেশের দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা আর চলবে না

6

সিলেটসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

7

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

8

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

9

সিলেটে সবচেয়ে বড় ভারতীয় গরু ও মহিষের চালান আটক করেছে বিজিবি

10

দোয়ারাবাজারে "ভোক্তা অধিকার (CCS)" উদ্যোগে পরিচিতি পর্ব ও ম

11

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ রাগীব আলী'কে এসইউ

12

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক

13

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

সাজাপ্রাপ্ত আসামি মো: মিসবাহ উদ্দিন পুলিশের খাঁচায়

16

কানাইঘাটে ৩ ভাইকে কু*পিয়ে জখম, একজনের মৃ ত্যু

17

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্

18

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদকের মৃত্যুতে ছাতকে কর্মরত

19

জগন্নাথপুরে রাতভর অভিযান: পাঁচ পলাতক আসামি গ্রেফতার

20