শাহান আহমেদ চৌধুরী:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দের বাংলাদেশে আগমন উপলক্ষে এক গেট-টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর আম্বরখানা এলাকার হোটেল ব্রিটানিয়ায় সোসাইটির বাংলাদেশ পর্বের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ পর্ষদের সমন্বয়ক আলিনুর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোবারক আলী।
অনুষ্ঠানে দেশ ও বিদেশে অবস্থানরত কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কলকলিয়া ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও কলকলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে সংগঠনের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এলাকার মানবিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে সোসাইটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতি বিশেষ অবদানের জন্য সহ-সভাপতি ওয়াকিবুর রহমান ও শুভাকাঙ্ক্ষী সদস্য আমির হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের পর্যবেক্ষক আমিনুর রহমান, সহ-সভাপতি আব্দুল মতলিব চৌধুরী, ওয়াকিবুর রহমান, ফটিক মিয়া, আক্তারুজ্জামান, আব্দুল আহাদ, শওকত আলী, কুহিনূর মিয়া এবং সমন্বয়ক আবুল খায়ের ও তালিমুল ইসলাম।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে গেট-টুগেদার অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
মন্তব্য করুন