নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দনা সীমান্তের ১৩৩৪ নম্বর মেইন পিলারের প্রায় ৩০০ গজ ভেতরে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী দনা পাতিছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে শাকিল আহমদসহ আরও দুইজন দুপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের দনা খাসিয়া পুঞ্জিতে সুপারি পাড়তে যান। এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালালে শাকিল গুলিবিদ্ধ হন।
সহযোগীরা তাকে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলেও, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত অবস্থায় শাকিলকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছেন। তবে তার মরদেহ বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে দনা বিজিবি ক্যাম্প থেকে খবর পেয়েছেন। নিহতের লাশ উদ্ধারে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন