পারিবারিক সম্পদ দখলের উদ্দেশ্যে নির্যাতনের অভিযোগ; ওসি বললেন, ‘বিষয়টি আমার জানা নেই’
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক সম্পদ দখলের উদ্দেশ্যে এক প্রবীণ দম্পতিকে বাড়িতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আরও চাঞ্চল্যকর বিষয় হলো— অভিযোগ অনুযায়ী ছেলেসহ পরিবারের সদস্যরা বয়স্ক মায়ের মুখে জোরপূর্বক বিষাক্ত তরল ঢেলে হত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে গত ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল (লক্ষীনগর) এলাকায়।
অভিযোগকারী সাব্বির মিয়া (৮০) জানান, তার ছেলে বদরুল ইসলাম (৫০), নাতি হানিফ মিয়া (২৫), মোস্তাফা মিয়া (২০), ছেলে বউ সামিরুন বেগম (৪৫) এবং আরও কয়েকজন মিলে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে বাড়িতে প্রবেশ করে তাদের দুজনকে হাত-পা বেঁধে পিটুনি দেয়। পরে তার স্ত্রী মালিকা বেগমের (৭৫) মুখে কাঁচের বোতল থেকে বিষ ঢেলে দেওয়া হয়।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মালিকা বেগমকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
অভিযোগে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বদরুল ও তার সহযোগীরা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য সাব্বির মিয়াকে চাপ দিচ্ছিল। তিনি থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উপস্থিত সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ারা বেগম, ইউনুস আলী, আয়াত উল্লাহ, আলিম উদ্দিন ও জমির উদ্দিন প্রমুখ।
স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই, আমার কাছে কেউ আসেনি।” তবে স্থানীয় এক সাংবাদিককে তিনি স্বীকার করেছেন যে, “অভিযোগটি তদন্তের দায়িত্ব এসআই সাহাব উদ্দিনকে দেওয়া হয়েছে।”
ওসির এই পরস্পরবিরোধী বক্তব্যে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন।
মন্তব্য করুন