মো: আল আমিন মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের দ্রুত রোগমুক্তি কামনায় মধ্যনগর জগন্নাথ জিউর মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টায় মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য নান্টু সরকারের উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে ৮২ গ্রামের ভক্তবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রার্থনায় উপস্থিত ছিলেন—মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব তালুকদার, জগন্নাথ জিউর মন্দিরের সভাপতি বরুণ কান্তি সরকার, সাধারণ সম্পাদক শম্ভু রায়, মধ্যনগর ইউনিয়ন বিএনপির সদস্য নিবাস সরকার, চামরদানী ইউনিয়ন বিএনপির সদস্য বকুল তালুকদার, নির্মল রায় (মেম্বার), ছাত্রদল নেতা রিপন তালুকদারসহ অসংখ্য ভক্তবৃন্দ।
প্রার্থনার আগে নান্টু সরকার বলেন—
আমরা ৮২ গ্রামের ভক্তদের সঙ্গে নিয়ে ঈশ্বরের নিকট প্রার্থনা জানিয়েছি, তিনি যেন কামরুল ভাইকে সুস্থ করে মাতৃভূমিতে ফিরিয়ে আনেন। আগামী দিনে তাঁর নেতৃত্বে সুনামগঞ্জ-১ আসনের রাজনৈতিক অভিভাবক হিসেবে জাতীয় সংসদে দেখতে চাই।”
মন্তব্য করুন