মো: আল আমিন মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি ::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে প্রকাশ্যে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিসবাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিন তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা, মোঃ ইউনুস মিয়া, উপদেষ্টা রমা পদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও কোষাধ্যক্ষ মোঃ মোসাব্বির, সাংবাদিক ডা. সাইদুর রহমান জিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জাতির বিবেক সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন