মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। সৌভাগ্যবশত খাদে পানি থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও পয়েন্ট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ‘রুপসী বাংলা’ পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর বাসে থাকা চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। তবে কেউই জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ফলে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, “ঘটনায় প্রায় ৭-৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের মতে, মহাসড়কে চালকের অসাবধানতাই এ দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
মন্তব্য করুন