অজিত কুমার দাশ, নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জঃ:
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য মানবিক এই সহায়তা প্রদান উপলক্ষে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় ও চরচৌলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন স্থানীয় সমাজকর্মী আবুল লেইছ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ছাতক উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও গনিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার জসিম উদ্দিন। তিনি বলেন, “প্রবাসীদের সহযোগিতায় গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকৃত হচ্ছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনে কাজে আসবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মাস্টার কবিরুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ শুধু সহানুভূতির নয়, বরং একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় সমাজে।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ, সাংবাদিক নূর মিয়া রাজু, চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট বিডির সাবেক সভাপতি মাওলানা খুরশিদ আলম, সমাজকর্মী জামাল উদ্দিন, মাওলানা নজমুল হক নসীব, মঞ্জুর মিয়া, বুরহান উদ্দিন, তরুণ উদ্যোক্তা জয়নাল আবেদীন, সমাজকর্মী সিরাজ মিয়া, কাইল্যারচর ফিরুজ-রংমালা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুর রহমান, মঈন উদ্দিন ও তরুণ সমাজকর্মী আমির হোসেন আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফিজ আবু বক্কর।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শাহাব উদ্দিন, সাইফুল ইসলাম, জিয়াউল হক, পরেশ চন্দ্র, জাকির হোসেন, প্রদীপ সরকার, হুমায়ুন কবির, বাদল ইসলাম, জয়প্রকাশ, নাহিদ হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রবাসীরা সমাজ উন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রবাসী জসিম উদ্দিন এই এলাকার একজন গর্বিত সন্তান, যিনি নিজের উপার্জিত অর্থ দিয়ে এলাকার শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে সবসময় সহায়তা করে চলেছেন।
উপহার হিসেবে ছাতা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রবাসী জসিম উদ্দিন ও তার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানের শেষদিকে অতিথিরা শিক্ষার্থীদের হাতে প্রবাসী জসিম উদ্দিনের উপহারের ছাতা তুলে দেন।
এদিকে একই এলাকার টেটিয়ারচর মহল্লার কুয়েত প্রবাসী নিজাম উদ্দিন তালুকদার এ মহতী উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অতিরিক্ত ১০টি ছাতা উপহার হিসেবে প্রদান করেন, যা আয়োজকদের মাঝে আরও উৎসাহ যোগায়।
মন্তব্য করুন