মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধ::
মধ্যনগর উপজেলা বি এন পি ও অঙ্গসংগঠনের উদ্যেগে ৩৬ জুলাই ঐতিহাসিক জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও আনন্দ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে উপজেলা শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা হয়।আলোচনা সভাপতিত্ব করেন উপজেলা বি এন পির আহ্বায়ক আবে হায়াত, সঞ্চালনা করেন উপজেলা বি এন পি ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। এতে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, ছাত্র দলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর, মধ্যনগর ইউনিয়ন আহ্বায়ক কামাল হোসেন, দক্ষিণ বংশিকুন্ডা আহ্বায়ক সুজন মিয়া প্রমুখ বক্তারা বলেন- এখনো ষড়যন্ত্র হচ্ছে, আমরা সর্বদা সজাগ থাকতে হবে।তারা আরও বলেন যতক্ষণ পর্যন্ত গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে।পরিশেষে উপজেলা বি এন পির আহ্বায়ক আবু হায়াতের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হয়।
মন্তব্য করুন