টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে, যা জনগণের মধ্যে শঙ্কার জন্ম দিচ্ছে। তিনি বলেন, সরকার আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও এখন দীর্ঘমেয়াদি সংস্কারের অজুহাতে তা পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

রবিবার (১৬ মার্চ) বিকেলে সিলেট কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরিব ও দুস্থদের মাঝে জাতীয়তাবাদী ওলামাদল, সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করার দাবি জানান, যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “গত ১৫ বছরে সরকারের নানা অনিয়মের সংস্কার প্রয়োজন, যা একটি নির্বাচিত সরকারই করতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচন নিশ্চিত করা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা নুরুল হক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এম এম কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ ও সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা কারী হারুন রশীদ, মাও নুরুল আমিন, হাঃ ফারুক আহমেদ, হাফিজ নূর আহমদ প্রমুখ।

ইফতার বিতরণের আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ দলের প্রয়াত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে, সিলেট মহানগরীর ৪২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এসসময় উপস্থিত ছিলেন মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে মাদ্রাসায় নারিকেল চারা রোপন

1

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর

2

কানাইঘাটে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার মেধাভিত্তিক বৃত্তি পরী

3

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্

4

জৈন্তাপুরে নাইট ফুটবলে খেলতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃ

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই গোয়াইনঘাটের ১১ ব্যক্তির শীকৃত

7

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

8

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী

9

‌নির্বাচনের তফ‌সিল আগামীকাল সন্ধ্যায়

10

কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন: জগন্নাথপুরে পাঁচজনের কারাদ

11

হাসিনার মৃত্যুদণ্ড

12

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত

13

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

14

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

15

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

সুনামগঞ্জে বাজারের জমি নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহ

18

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

19

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএস সি পরীক্ষার্থী নিহত

20