সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বুড়দেও গ্রামে বাড়ির সামনের নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বুড়দেও গ্রামের রফিকুলের ছেলে ইয়াসিন (৩) ও মোহাম্মদ আলীর মেয়ে মিম (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে পরিবারের অজান্তে বাড়ির সামনের নদীতে পড়ে যায় ইয়াসিন ও মিম। কিছু সময় পর তাদের মৃতদেহ পানিতে ভেসে ওঠে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন